× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নার্স ভুল করে রোগীকে দিলেন অ্যানেসথেশিয়া, দুইজনের মৃত্যু

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:৫৪ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৭ পিএম

কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই রোগীকে ভুল করে অ্যানেসথেশিয়া দেওয়ায় তাদের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি এক নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

নিহতরা হলেনÑ নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে জহিরুল ইসলাম (২২) ও কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মল্লিক (৩২)।

জানা যায়, হার্নিয়ার চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিক্ষক মনিরুজ্জামান মল্লিক। অপরদিকে পেটে ব্যথার কারণে গত ১২ জানুয়ারি ভর্তি হয়েছিলেন জহিরুল ইসলাম। গতকাল সকালে তাদের দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশনের পূর্বপ্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের সিটেই দুজনকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার ১০ মিনিটের মধ্যেই দুজন কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রোগীর স্বজন মোজাফফর জানান, ‘নরকিউ’ নামের অ্যানেসথেশিয়ার ইনজেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল, সেটি আগেই ভুল করে ওয়ার্ডের সিটেই পুশ করেন নার্স। এতেই ঘটে বিপত্তি। মৃত্যু হয় দুজন তরতাজা যুবকের। 

এদিকে দুইজনের মৃত্যুর খবরে তাদের আত্মীয়রা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তারা বিক্ষোভও করেন। এতে হাসপাতালসহ আশপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হিতেশ রঞ্জন সরকার বলেন, ওই নার্সকে বলা হয়েছিল দুই রোগীকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার জন্য। কিন্তু নার্স ভুলে অ্যানেসথেশিয়ার ইনজেকশন পুশ করে ফেলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটে। অপারেশন শুরুর আগে অ্যানেসথেশিয়া ইনজেকশন চিকিৎসকের দেওয়ার কথা ছিল। এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। 

এদিকে ঘটনার তদন্তে সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে তিনি নিজেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা