নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ২০:২৬ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ২০:৫৩ পিএম
গ্রেপ্তার পান্থ নাথ রাহুল। প্রবা ফটো
নোয়াখালীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা মাইজদীর অপরাজিতা নামের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাহুলের বাসায় অভিযান চালায় পুলিশ। প্রথমে নিজেকে মুসলিম দাবি করেন তিনি। পরে জিজ্ঞাসাবাদে আসল পরিচয় দেয়। তারপর পুলিশ বাসায় তল্লাশি করে একটি ইউএসএ তৈরি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করে।
ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’