কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ২০:২২ পিএম
দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা। প্রবা ফটো
ইঞ্জিন বিকলের কারণে কমলগঞ্জের শমসেরনগর রেলওয়ে স্টেশনে চার ঘণ্টা আটকা রয়েছে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) ট্রেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ বিকাল ৩টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শমসেরনগর রেলওয়ে স্টেশন পৌঁছার পর লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আখাউড়া থেকে রিলিফ লোকোমোটিভ ইঞ্জিন রওনা দেয়। ইঞ্জিন আসার পর ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে।’