× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাউজানে বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে একাংশের বিক্ষোভ

রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:৪১ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম

প্রতিবাদ ও সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। প্রবা ফটো

প্রতিবাদ ও সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। প্রবা ফটো

চট্টগ্রামের রাউজানে আগামী ১৮ জানুয়ারি উপজেলা সম্মেলন ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। একাংশকে বাদ রেখে অপর অংশের প্রস্তুতি গ্রহণের অভিযোগে এ সম্মেলন নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এনিয়ে প্রতিবাদ ও সম্মেলন বন্ধের দাবিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে রাউজান মুন্সিরঘাটা থেকে মিছিল বের করে এক পক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের নেতাকর্মীদের বাদ দিয়ে সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার অনুসারীদের নিয়ে সম্মেলনের প্রস্তুতি নিয়েছে বিএনপির একাংশ। এর প্রতিবাদ ও সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা।

মিছিলটি মুন্সিরঘাটা থেকে শুরু করে মাস্টার দা সূর্যসেন চত্বর ঘুরে ফকির হাট, জলিল নগর ঘুরে পুনরায় মুন্সিরঘাটায় এসে শেষ হয়। বিক্ষোভে আনুমানিক এক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, তৃণমূল বিএনপি নেতাকর্মীদের উপেক্ষা করে আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলন বন্ধের দাবিতে আজকের এ কর্মসূচি। স্বৈরাচার সরকারের সঙ্গে আঁতাত করে বিগত ১৭ বছর রাউজানে যারা আওয়ামী লীগের রাজনীতি ও অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন- তাদের দলে ঠাঁই দেওয়ার জন্যই প্রকৃত বিএনপি নেতাকর্মীদের অবমূল্যায়নের নীলনকশা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। যারা বিগত আওয়ামী লীগ সরকার আমলে হামলা-মামলা, নির্যাতন, জেল-জুলুমের শিকার হয়েছিলেন- তাদের বাদ দিয়ে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দলের শীর্ষস্থানীয় নেতারা তদন্ত করে প্রকৃত নেতাকর্মীদের মাধ্যমে সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর, জেলা বিএনপি নেতা ফিরোজ আহমেদ, রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মো. মঞ্জুরুল হক, মো. হাবিবুল্লাহ মাস্টার, মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, মহিউদ্দিন জীবন, দীল মোহাম্মদ, মুবিন উদ্দিন, হারুন চেয়ারম্যান, এনাম উল্লাহ, নাজিম উদ্দিন, দিদার চেয়ারম্যান, আনিসুজ্জামান সোহেল, দিদার তালুকদার, ফরিদ উদ্দিন, রুস্তম আলী, দিল মোহাম্মদ, কামাল উদ্দিন, সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, ইউসুফ তালুকদার, একরাম মিয়া, মাসুদুল আলম, অভি, সুজন, মো. আলী মুন্না, সৈয়্যদ তৌহিদুল আলম, শাহজান সাহিল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা