ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইনার বয়লার বিস্ফোরণে মিল্টন হোসেন ও রাম মিস্ত্রি নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও দুইজন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের আখ সেন্টারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার বয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে সেটা বিস্ফোরিত হয়। এতে ওই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুইজন শ্রমিক। তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বয়লার বিষ্ফোরণে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা গেছেন, কয়েকজন আহত হয়েছেন। বয়লারে অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’