× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:০৯ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:১৪ পিএম

স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হায়দার আলী। প্রবা ফটো

স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হায়দার আলী। প্রবা ফটো

বান্দরবানে গৃহবধূ রিজিয়া পারভিন হত্যা মামলায় স্বামী হায়দার আলীকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণ পাল এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হায়দারের বাড়ি রাঙামাটি চন্দ্রঘোনা রাইখালি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের খন্তাকাটা এলাকায়। নিহত রিজিয়া পারভিনের বাড়ি একই জেলার বাঙ্গালহালিয়ায়।

মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, ‘হত্যা মামলাটি প্রমাণিত হওয়ায় আদালত আসামি হায়দার আলীকে দণ্ডবিধি ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড দেওয়া হয়। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাঙামাটির বাঙ্গালহালিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে রিজিয়া পারভিন রুপার সঙ্গে বিয়ে হয় একই জেলার রাইখালি ইউনিয়নের হায়দার আলীর। পরে  শশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যান রিজিয়া। সেখান থেকে ২০২১ সালের ৭ আগস্ট বিকাল সাড়ে ৪টায় বাঙ্গালহালিয়া চাচির বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বাইর হন তিনি। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পর দিন ৮ আগস্ট বান্দরবান-রাঙামাটি সড়কের বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই রিজিয়ার কথিত সাবেক প্রেমিক কাজল হোসেনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা করেন। তবে তদন্তে পুলিশ রাজিয়ার হত্যাকাণ্ডে স্বামী হায়দারের সম্পৃক্ততা পান। বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা