× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে রেললাইন থেকে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:০৮ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:৩২ পিএম

পঞ্চগড়ে রেললাইন থেকে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘন্টি নামক এলাকার রেললাইন থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে একটি পতিত জমিতে রক্ত, পায়জামা  ও একটি দেশীয় অস্ত্রও (ছুরি) উদ্ধার করা হয়।  

স্থানীয়রা বলছে, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রেললাইন থেকে তুলে পাশে রাখা হয়। একই সময় শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয় নি।

ঠাকুরগাঁও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইনচার্জ দেবাশীষ শাহ্ জানান, চাঞ্চল্যকর এ ঘটনার অধিকতর তদন্তে রংপুর থেকে টিম আসছে ।

পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা জানান, রেললাইনের মাঝখানের মরদেহটি পাওয়া যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে মরদেহটি লাইন থেকে পাশে নেয়া হয়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে হত্যা করে রেললাইনের উপর ফেলে দেয়া হয় মরদেহটি। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার কারণ বের করতে কাজ চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা