× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় চার জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:০০ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:১৩ পিএম

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় চার জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ পি পি ) মো. হাদীউজ্জামান সেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহ’র ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামানিক।

মামলার বরাত দিয়ে এপিপি মো. হাদীউজ্জামান সেখ (হাদী) জানান, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম উপজেলার বাড়াবিল গ্রামে গিয়ে বিভিন্ন সদস্যের কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা আদায় করেন।

দুপুরে ওই টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে আসামিরা তিনটি মোটরসাইকেলে সেখানে গিয়ে আশরাফুল ইসলামকে ঘিরে ধরেন। ওই সময় তারা মাথায় ও বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দেয়। এরপর তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে রায় প্রদান করেন বিচারক।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা