লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৪:২৪ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৩৫ পিএম
নিহত জাহেদ। প্রবা ফটো
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাহেদ নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার উত্তর কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম স্টেশনের কালি মন্দিরের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাহেদ উত্তর কলাউজান ইউনিয়নের রুসুলাবাদ পাড়ার কোরবান আলীর ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী।
জাহেদের পরিবারের অভিযোগ- জাহেদের সাথে অনলাইন জুয়া খেলার টাকা ও মোবাইলের লোভে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
জাহেদের মা রিজিয়া বেগম জানান, সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ইমন নামের এক বন্ধুসহ চারজন মিলে জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে জাহেদ আর বাড়ি ফিরেননি। সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।
জাহেদের মা আরও বলেন, ‘আমার ছেলের সাথে কারও কোনো শত্রুতা ছিল না। তার মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য বন্ধুরাই তাকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।’
স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ জানান, সকালে লালামার ঘাটে জাহেদের মরদেহ দেখতে পেয়ে তিনি পুলিশকে জানিয়েছেন।
ওসি আরিফুর রহমান জানান, জাহেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইমনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।