× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৭ দিন পর আলু খেতে পুঁতে রাখা গৃহবধূর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ০০:১৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকায় আলু খেত থেকে পুঁতে রাখা অবস্থায় হালিমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ডিসেম্বরের ৭ তারিখ থেকে নিখোঁজ ছিলেন বলি জানিয়েছে পরিবার। পরে এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় অপহরণ মামলা করা হয়।

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকালে আলু খেতটি থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাটি খুড়ে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, হালিমা বেগম তিনি বাংলাবাজার ইউনিয়নের ভাষানচর দক্ষিণ কান্দি এলাকার হাবিবুর রহমানের মেয়ে।  

ওসি সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজারের ভাসানচর থেকে গত ৭ ডিসেম্বর মুন্সিগঞ্জ শহরে ডাক্তার দেখাতে এসে নিখোঁজ হয় হালিমা বেগম। এ ঘটনায় হালিমার পরিবার মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে হালিমার মোবাইল নাম্বারের সূত্র ধরে সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের হামিদ খানের ছেলে অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি সায়ামনকে ১১ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। 

ঘটনার দীর্ঘ ৩৭ দিন পর সোমবার বিকালে গ্রেপ্তারকৃত আসামি সাইমনের এলাকা ফুলতলার একটি আলু ক্ষেত থেকে হালিমার পুঁতে রাখা মরদেহ উদ্ধার করা হয়। হালিমার পরিবারের পরিবারের সদস্যরা জামাকাপড়ের অংশ বিশেষ দেখে নিহত হালিমাকে শনাক্ত করেন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা