× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংযোগ সড়ক না করেই টাকা উত্তোলন, একা দাঁড়িয়ে সেতু

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২২:৪৯ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ২২:৫৬ পিএম

সংযোগ সড়ক না করেই টাকা উত্তোলন, একা দাঁড়িয়ে সেতু

গোপালগঞ্জে তিনটি সেতুর তিন কিলোমিটার সংযোগ সড়ক না করেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করার ঘটনায় সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে দুদক মামলা করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সোহরাব হোসেন সোহেল জেলা ও দায়রা জজ মো. আতোয়ার রহমানের আদালতে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন- গোপালগঞ্জ জেলা পরিষদের তৎকালীন সহকারী প্রকৌশলী মো. আনিচুর রহমান (বর্তমানে তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় এলজিইডির উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত) এবং ফরিদপুর জেলার মেসার্স হাবিব অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী এসএম হাবিবুর রহমান।

দুদকের উপপরিচলক মো. মশিউর রহমান বলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আড়কান্দি গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও তিনটি খালের ওপর তিনটি সেতু নির্মাণকাজ সম্পন্ন না করেই জেলা পরিষদের কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার বিলের সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগ ওঠে। পরে ১ জানুয়ারি অভিযান চালিয়ে ফাইলপত্র যাচাই-বাছাই করে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। দুদুকের ঢাকা অফিস মামলার অনুমতি প্রদান করে।

সেতু তিনটি নির্মাণ হলেও সংযোগ সড়ক না করায় ৯ বছর ধরে তিন গ্রামের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে পারাপারের সময় বাম পা হারিয়েছেন মুরাদ তালুকদার নামের এক দিনমজুর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা