× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে প্ল্যান অনুমোদনে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২২:৪৫ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ২২:৪৯ পিএম

বরিশালে প্ল্যান অনুমোদনে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল সিটি করপোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে নাগরিক অধিকার আন্দোলন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব প্রকৌশলী মো. আবু সালেহ, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হীরা, গোপাল চন্দ্র সাহা, প্রকৌশলী আকতার হোসেন, জাহিদুল ইসলাম, নিয়াজ মাহামুদ বেগ, মো. আলাউদ্দিন মোল্লা, আবু সালেহ্সহ ব্যবসায়ীরা। 

এ সময় বক্তারা বলেন, সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণে দীর্ঘদিন ধরে এলইউসি ও প্ল্যান দেওয়া বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন শ্রমিক ও বাসিন্দারা। প্ল্যান অনুমোদনে নগর ভবনে গেলে কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ না দিলে ফাইল ধরেন না। এমনকি বিগত দিনে মেয়র-কাউন্সিলরদেরও পার্সেন্টেজ দিয়ে প্ল্যান পাস করাতে হতো। শুধু ঘুষেই সীমাবদ্ধ ছিল না, রাজনৈতিক দল বিবেচনায় ভবন নির্মাণের প্ল্যান দেওয়া হতো। অথচ নগরবাসীর সেবার জন্য নগর ভবনকে চালিয়ে রাখছে নগরবাসী। কিন্তু নগর ভবনে সেবা নিতে এসে পদে পদে হয়রানির শিকার হতে হয় নগরবাসীর। 

বক্তারা আরও বলেন, শহরের অধিকাংশ রাস্তার প্রশস্ততা কম থাকায় গতানুগতিক ও প্রচলিত নিয়মে প্ল্যানের অনুমোদন দিতে হবে। ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬-বহির্ভূত ভূমি ব্যবহার ছাড়পত্র প্রথা বাতিল এবং প্ল্যান অনুমোদনের ফি নির্ধারণ করতে হবে। যে সমস্ত এলাকায় পানির সরবরাহ লাইন সংযোগ করা হয়নি, সেই সব এলাকার পানির বিল হতে অব্যাহতি দিতে হবে। প্ল্যান অনুমোদনসহ সকল ধরনের সেবাপ্রাপ্তির ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু এবং খালের পাড়ে সংশ্লিষ্ট এলাকার মানুষের রেকর্ডীয় জমির ক্ষেত্রে ইমারত নির্মাণে জমি ছাড়ে যুক্তিসঙ্গত ও বাস্তবভিত্তিক সমাধান করতে হবে। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা