দুই কৃষক অপহরণ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২১:৪৮ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ২২:০০ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের পটিয়ায় নিজ ক্ষেতে কাজ করার সময় দুই কৃষককে অপহরণের পর একজনকে ৩০ হাজার টাকা মুক্তিপণে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। অপরজন কৌশলে পালিয়ে আসেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে মুক্ত হন তারা।
এর আগে সোমবার সকালে উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের সাতগাছিয়া দরবারের পূর্বপাশে পাহাড়ি এলাকায় অপহরণের ঘটনা ঘটে।
অপহরণের শিকার কৃষকেরা হলেন- উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ আফজলের ছেলে হামিদ এবং ৬ নম্বর ওয়ার্ডের মনির আহমদের ছেলে মুজিব। হামিদের থেকে ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় শেষে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়। মুজিব কৌশলে পালিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আবুল কাসেম জানান, হামিদ ও মুজিবসহ কয়েকজন নিজের ক্ষেতে কাজ করছিল। তখন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ঘিরে ধরে। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যেতে পারলেও সন্ত্রাসীরা হামিদ ও মুজিবকে আটকে ফেলে। অপহরণকারীরা মুঠোফোনে হামিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, ‘অপহরণের বিষয়ে কেউ কোনো ধরণের অভিযোগ দেননি। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।’