সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২১:০৫ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ২১:০৭ পিএম
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরস শরীফের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আশেকান ও জাকেরানদের মিলনের অপেক্ষায় রয়েছে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। আগামী বুধবার (১৫ জানুয়ারি) বাৎসরিক ওরছ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখ লাখ ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লিরা দরবার শরীফে আসবেন। তাদের ইবাদত- বন্দেগির জন্য প্রস্তুত করা হয়েছে দরবার শরীফের বিশাল ময়দান। মাঠের পর মাঠ জুড়ে টানানো হয়েছে শামিয়ানা। প্রস্তুত করা হয়েছে দরবার শরীফের অজুখানা, খাবার মাঠ, পাকশালা, গোশালা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। দরবার শরীফে আসা যানবাহনের জন্য বিশাল মাঠজুড়ে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে পুরো দরবার শরীফ। এছাড়া দরবার শরীফে আগত ভক্ত-মুসল্লিদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। ওরছ পাকের।অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে দরবার শরীফের নিজস্ব আনছার বিভাগসমূহ।
এ ব্যাপারে দরবার শরীফের মুখপাত্র মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, ‘ওরছ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারও দেশ-বিদেশ থেকে লাখ লাখ ভক্ত-মুসল্লিরা দরবার শরীফে আসবেন। তারা যেন সুন্দর পরিবেশে ইবাদত-বন্দেগি করতে পারেন সেই লক্ষ্যেই আমরা দরবার শরীফ প্রস্তুত রেখেছি। ওরছ পাক উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী আশেক-জাকেরের সমাগমে কোরআন তেলাওয়াত,জিকির-আজকার, মিলাদ, শরীয়ত-তরীকত সম্পর্কিত আলোচনা হবে। পরেরদিন বুধবার বাদ ফজর দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ্ চন্দ্রপুরী নক্শবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হযরত শাহ্ এনায়েতপুরী (রহ) এর নিকট বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হন। পরে তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাড়ে চন্দ্রপাড়া গ্রামে চন্দ্রপাড়া পাক দরবার প্রতিষ্ঠা করে, তার তরীকায়ে নকশবন্দিয়া মোজাদ্দেদীয়ার দাওয়াত প্রচার করতে থাকেন। এই সুফী সাধক ১৯৮৪ সালের ২৮ মার্চ নিজ দরবার শরীফে ওফাত করেন। বর্তমানে তার একমাত্র পুত্র মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী দরবার শরীফের পরিচালনার দায়িত্ব পালন করছেন।