হাওরাঞ্চল (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২০:৫৭ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ২১:৪৭ পিএম
আহত কয়েকজন। প্রবা ফটো
নেত্রকোণার খালিয়াজুড়িতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চার নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আব্দুল হাশিম ও একই গ্রামের আর্জু মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গুরুতর আহত আব্দুল হাশিম, আব্দুল হাকিম, বাবর মিয়া, রেহেন মিয়া, ওমর ফারুক ও সাইকুল ইসলামসহ সাত জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া চার নারীসহ আহত ১৫ জনকে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা গেছে, উপজেলার মেন্দিপুর-বাবনিকোণা গ্রামের আব্দুল হাশিমের লোকজনের সাথে
একই গ্রামের আর্জু মিয়ার লোকজনের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে
বাড়ির পাশের ‘বাউয়াইজ বিলে’র চরে
আব্দুল হাশিম প্রায় ১ একর জমিতে তার লোকজন ধান রোপন করছিলেন। এ সময় আর্জু মিয়া তার
লোকজন নিয়ে ধান রোপনে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
দুই পক্ষের লোকজন বাড়িতে গেলে সংঘর্ষে বেধে যায়। এতে পাল্টাপাল্টি সংঘর্ষে ধারালো অস্ত্র
ও লাঠির আঘাতে উভয় পক্ষের প্রায় ৩০ জন গুরুতর আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
মেডিকেল অফিসার আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায়
৪ নারীসহ ২২ জন আমাদের এখানে ভর্তি হন। এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার
জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার (স্থানান্তর) করেছি।’
ওসি মো. মকবুল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিমসহ আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এ ঘটনায় এখনও কোনও পক্ষ থানায় কোনও লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।