× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে’

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২০:০৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ২০:২০ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার এ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন মাহবুবুর রহমান শামীম। প্রবা ফটো

নোয়াখালীর হাতিয়া উপজেলার এ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন মাহবুবুর রহমান শামীম। প্রবা ফটো

সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার এ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বেড়েই চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের কথা আরও দুই বছর আগেই বলেছেন। আমরা মনে করি অতি শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমেই মানুষের মৌলিক অধিকার, সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।’

তিনি বলেন, ২০২৪ এর স্বৈরাচারমুক্ত আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। ফ্যাসিস্ট হাসিনা গত ১৭ বছরে গুম, খুন, হামলা-মামলা ও নির্যাতনের মাধ্যমে তার বাবার মতো (শেখ মুজিব) বাকশাল কায়েম করতে চেয়েছিলেন। কিন্তু বাংলার আপামর মানুষ গণ-অভ্যুত্থানের মাধ্যমে তা নসাৎ করে দিয়েছে।

তিনি আরও বলেন, আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন হাতিয়ার রাজনীতি ব্যক্তি রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। আমাদের রাজনীতি হবে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের রাজনীতি। এর বাইরে কোন রাজনীতি বা গ্রুপিং চলবে না। খালেদা জিয়া এবং তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন আমরা সবাই তার জন্য একসাথে কাজ করে যাব।’

বিএনপির এই নেতা বলেন,  এটি সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু এখানে সাধারণ মানুষের জনদুর্ভোগের শেষ নাই। যাতায়াতের জন্য ভালো কোনো ব্যবস্থা নেই। মানুষের ম্যান্ডেড নিয়ে বিএনপি সরকার গঠন করলে হাতিয়া হবে একটি পর্যটন এলাকা। এখানে জলপথ এবং স্থলপথের যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। এছাড়া যেসব এলাকায় নদী ভাঙন রয়েছে সেখানে বেড়িবাঁধ করা হবে। বাণিজ্যিক উন্নয়নের জন্য একটি নৌ-বন্দর, সু-চিকিৎসার জন্য উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে।

জনসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলা উদ্দিন রনি, সাবেক আহ্বায়ক শওকত হোসেন সাখাওয়াত, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেনিন, দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা