× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলমারীতে বেগুন চাষে কৃষকের বাজিমাত

কুড়িগ্রাম (চিলমারী) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:১০ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:১৪ পিএম

চিলমারীতে বেগুন চাষে কৃষকের বাজিমাত

চিলমারীতে বেগুন চাষে কৃষকের বাজিমাত

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের সাববাধ এলাকার কৃষক রবিউল ইসলাম বেগুন চাষ করে বাজিমাত করেছেন। বেগুনের বাম্পার ফলন হওয়ায় এই মৌসুমে আড়াই লাখেরও বেশি টাকা আয় করবেন বলে তিনি প্রত্যাশা করেছেন। উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার বীজ, সার ও কিছু নগদ অর্থ সহায়তা পেয়ে শুরু করেছিলেন বেগুন চাষ। মণ প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা দরে তিনি গড়ে প্রতিদিন বেগুন বিক্রি করছেন ৪ থেকে ৫ মণ। বাজারে দামও পাচ্ছেন ভালো। 

কৃষি অফিস জানায়, উপজেলায় রবি মৌসুমে সাড়ে ৫০০ হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে। এরমধ্যে বাধা কপি, ফুলকপি, টমেটো, বেগুনসহ অন্যান্য শীতকালীন সবজি রয়েছে। 

সরেজমিন ও কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, রবি মৌসুমে অন্যান্য সবজির তুলনায় ১ একর জমিতে বেগুন লাগিয়ে বাজিমাত করেছেন কৃষক রবিউল ইসলাম। লাভ বেশি হওয়ায় অন্য আবাদ বাদ দিয়ে তিনি বেগুন চাষে ঝুঁকেছেন। বাজারজাতেও ভালোই সাড়া পাচ্ছেন তিনি। এখন নিজ এলাকার চাহিদা মিটিয়ে বিক্রি করছেন আশেপাশে উপজেলা গুলোতে। 

রবিউল ইসলাম জানান, এবারের মৌসুমে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। তবে এরই মধ্যে বিক্রি করছেন প্রায় ৮০ হাজার টাকার বেগুন।  তবে আগামী ৫মাস এই ক্ষেতের পরিচর্যা করলে আড়াই লাখেরও বেশি টাকা আয় করবেন। এখন কৃষি অফিস থেকে অন্যান্য সকল সুযোগ সুবিধা অব্যাহত রাখার প্রত্যাশাও করেছেন তিনি।

চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানান, ওই কৃষককে প্রণোদনার আওতায় এক একর জমিতে বেগুন লাগানোর জন্য বীজ সার ও নগদ কিছু অর্থ দেয়া হয়েছে। উনি বেগুন চাষ করে বেশ লাভবান হয়েছেন। পর্যায়ক্রমে অন্যান্য কৃষকদেরও প্রণোদনার আওতায় আনা হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা