লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:১৯ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৫ পিএম
প্রতীকী ছবি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে ঘুমিয়ে থাকা তার নাতি আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরী বেগম বটতলা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। আহত হওয়া তার নাতির নাম আব্দুল্লাহ। তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুলিশ ও স্থানীয়রা জানান রবিবার রাতের খাবার খেয়ে দাদি-নাতি নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে উপজেলার পাটিকাপারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে আটকে যান দাদি-নাতি। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি টিম আহত নাতি আব্দুল্লাহ ও দাদি নুরি বেগমের মরদেহ উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।