× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামীর আত্মহত্যার চেষ্টা

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম

আহত মোস্তফা মিয়া। প্রবা ফটো

আহত মোস্তফা মিয়া। প্রবা ফটো

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে স্ত্রীকে ছুরিঘাতে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর নাম লাকি বেগম। অভিযুক্ত স্বামীর নাম মোস্তফা মিয়া (৪৫)। তারা উভয়ে উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকার বাসিন্দা।

মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তফা মিয়া জানান, তার স্ত্রী মুঠোফোনে ভিডিও কল ব্যবসায় জড়িয়ে পড়েন। এতে গতকাল রাত থেকে তাদের মাঝে বাক-বিতন্ডায় হয়। সকালে পুনরায় বাক-বিতন্ডার এক পর্যায়ে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে। পরে স্ত্রীই তাকে সেই ছুরি দিয়ে পেটে আঘাত করেছেন।

ওসি সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহতয়ার চেষ্টা করেন। তাকে আটক করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেয়া হবে।,

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে শাহারপাড় এলাকা থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামীকে আটক করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মোস্তফা মিয়া কুমিল্লা শহরে অটোরিকশা চালান। তাদের ২০০৯ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা