× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরা সীমান্তে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বিএসএফের

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:৫২ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:০৭ পিএম

ছবি:  সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. মাসুদ রানা।

তিনি বলেন, ‘আমরা গুলির শব্দ শুনেছি। তবে রাতের আঁধারে সন্দেহজনক পরিস্থিতিতে মাঝেমধ্যেই বিএসএফ এ ধরনের ফাঁকা গুলি চালায়। এতে সীমান্ত পরিস্থিতিতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।’

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ অনেকে জানান, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এ ফাঁকা গুলি ছুড়ে বলে তারা দাবি করেন।

এদিকে গত শনিবার (১১ জানুয়ারি) ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই চাষির জমির চাষাবাদে বাধা দেয় বিএসএফ।

কৃষক নজরুল ইসলাম জানান, তার বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ বিঘা জমি ডিসিআর নিয়ে ৫০ বছরেরও বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার বিকেলে দুইজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেয়। ওই জমি ভারতের বলে তারা দাবি করেন।

নাজমুল হোসেন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লক্ষীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে ১০ শতক জমি লিজ নিয়েছি। সেই জমিতে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে যাই। এ সময় বিএসএফ ও স্থানীয়রা তাকে ধান রোপণ করতে বাধা দেন। ওই জমি ভারতীয় অংশের বলে আস্ফালনও করেন তারা।’ একপর্যায়ে তিনি ধানের চারা রোপণ বন্ধ রাখেন।

এ ঘটনায় সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে। আর আপত্তিকৃত জায়গায় আগামী ২০ জানুয়ারি যৌথ সার্ভের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা