বানেশ্বর-ঈশ্বরদী সড়ক
রাজু আহমেদ, রাজশাহী
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১০:৪০ এএম
রাজশাহীর ৫৪ কিমি দীর্ঘ বানেশ্বর-ঈশ্বরদী সড়কের বেশিরভাগ কাজ সম্পন্ন হলেও চারঘাট বাজার ও বাঘা বাজার এলাকার প্রায় চার কিলোমিটার কাজ এখনও শুরুই হয়নি। রবিবার চারঘাট বাজার এলাকায়। প্রবা ফটো
জমি অধিগ্রহণ জটিলতায় মাঝপথে থেমে গেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত সড়ক প্রশস্ত করার কাজ। ৫৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৫৪ কিলোমিটার দীর্ঘ সড়কের বেশিরভাগ সম্পন্ন হলেও মাঝে চারঘাট বাজার ও বাঘা বাজার এলাকার প্রায় চার কিলোমিটার কাজ এখনও শুরুই হয়নি। এতে দুর্ভোগে পড়েছে সড়কটি দিয়ে চলাচলকারীরা। প্রতিনিয়তই যানজটের মুখোমুখি হতে হয় তাদের।
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে চারঘাট, বাঘা ও নাটোরের লালপুর হয়ে পাবনার ঈশ্বরদী পর্যন্ত নির্মাণ করা হয়েছে ৫৪ কিলোমিটার দীর্ঘ সড়ক। সড়কটির প্রস্থ ১৮ ফুট থেকে ৩৪ ফুট। সড়কটি প্রশস্ত করার কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩১ ডিসেম্বর। তবে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় আরও এক বছর সময় বাড়িয়ে কাজ শেষ হয় ২০২৩ সালের ডিসেম্বরে।
এদিকে, সড়কের কাজ শেষ করে গত ডিসেম্বরে ঠিকাদাররা হস্তান্তর করলেও চারঘাট ও বাঘা বাজারে জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে চারঘাট ও বাঘা বাজার এলাকার কাজ। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে ওই এলাকার কাজে। ব্যস্ততম সড়কটি দিয়ে বহু মানুষকে চলাচল করতে হয়ে। এখন পথে পথে যানজটে নাকাল হতে হচ্ছে পরিবহনের লোকজন ও যাত্রীদের। মাত্র পাঁচ মিনিটের সড়ক পার হতে সময় লেগে যাচ্ছে এক ঘণ্টা। কবে নাগাদ কাজ শুরু হবে, তাও জানে না কেউ। তবে সড়ক বিভাগ বলছে, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাসখানেকের মধ্যেই কাজ শুরু করা যাবে। অথচ জমির মালিকরা বলছেন, তারা অধিগ্রহণ করা জমির টাকা পাননি।
চারঘাট বাজারের জমির মালিক নয়ন ইসলাম, আহসান হাবিব, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় একাধিক ব্যক্তি জানান, তারা এখনও জমি অধিগ্রহণের টাকা পাননি। কবে পাওয়া যাবে টাকা, সে বিষয়েও তাদের কিছু জানানো হয়নি।
বাঘা বাজারের জমির মালিক এনামুল হক ঝন্টু, শাহিন আলী ও ইমদাদুল হকসহ একাধিক জমির মালিকের দাবি, বাঘায় অধিকাংশ জমির মালিক এখনও টাকা পাননি। ফলে এ সড়কের কাজ শুরু কীভাবে হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ রাজশাহী বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, ইতোমধ্যে সড়কটির টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। আর মাত্র এক মাসের মধ্যে চারঘাট ও বাঘা বাজারে বন্ধ থাকা কাজ শুরু করা হবে। জমির মালিকরা এখনও টাকা পাননিÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা জেলা প্রশাসনকে টাকা পরিশোধ করেছি। যারা এখনও টাকা পাননি, সে বিষয়ে জেলা প্রশাসন ভালো বলতে পারবে।
চারঘাট বাজার এলাকার হিরন সরকার বলেন, এই সড়কে প্রতিদিন যানজট আর দুর্ঘটনা লেগেই থাকে। প্রায়ই অটো, ভ্যান বা সিএনজি উল্টে যায়। একই এলাকার নয়ন আলী বলেন, এই সড়কে টার্নিংয়ের কারণে মাঝে মাঝে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়। গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করা প্রয়োজন।
এ ব্যাপারে রাজশাহী জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মিথিলা দাস বলেন, কর্মস্থলে নতুন যোগদান করায় আমি এখনও বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে বিষয়টি জেনে সাংবাদিকদের তথ্য জানানো যাবে।