× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সরকারি কর্মকর্তাদের বলব, তেল মারা বন্ধ করুন’

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ০০:৫৮ এএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১০:৪৪ এএম

রবিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  ছবি : প্রবা

রবিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : প্রবা

রাজনীতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ঢাকা ব্যাংকের কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে উপজেলার ৩০ ব্লকের কৃষকের মাঝে ৩০টি পাওয়ার টিলার ও ৩০টি শ্যালো মেশিন বিতরণ করা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতা আছেন। আমি অনুরোধ করব, আপনারা আপনাদের রাজনীতি করেন আপত্তি নেই। কিন্তু আপনারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। এসপি সাহেবকে অনুরোধ করব, আমার ভাই হলেও ছাড় দেবেন না। তাকে চার শিকের ভেতরে ভরবেন। এরা এমপি হোক, যা-ই হোক সেটা সময়ে হবে। এখন আইনশৃঙ্খলার ভেতরে তাদের কোনো হাত নেই।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকারি কর্মকর্তাদের বলব, আপনারা তেল মারা বন্ধ করুন। ভবিষ্যতে যে আসবে পরে দেখা যাবে। আপনারা এখন কঠোর হবেন। এই হলো আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। আপনারা কোনো অবস্থায় ছাড় দেবেন না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান ও ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মন মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা বিএনপি সভাপতি শেখ মো.আবদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কুদ্দুস ধীরন প্রমুখ। পরে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজে তারুণ্য মেলা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা