× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গাবালীতে এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২২:২৮ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২২:৩২ পিএম

রাঙ্গাবালীতে এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে কলেজের সামনে ‘সকল অভিভাবকবৃন্দ’ ব্যানারে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

এর আগে স্থানীয় স্লুইস বাজারে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন সমবেত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের সামনের এসে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সি, স্থানীয় আলী খলিফা, মজিবর মোল্লা প্রমুখ বক্তব্য দেন। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ যাতে প্রকাশ্যে না আসে-এজন্য তার পছন্দের লোক হিসেবে পরিচিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। কাউকে না জানিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে গোপনে রুহুল আমিন প্রতিষ্ঠানের এডহক কমিটি করেছে। যা সর্বস্তরের মানুষ প্রত্যাখ্যান করেছে। অনিয়মের মাধ্যমে গঠন করা কমিটি অনতিবিলম্বে বাতিল করে নিয়ম মেনে বৈধভাবে কমিটি করতে হবে।

নজরুল ইসলাম মুন্সি বলেন, ‘কলেজে হওয়া আনুষ্ঠানিক মিটিংয়ে সর্বস্তরের মানুষের মনোনীত যে প্রার্থী ছিল, তাকে সভাপতি করা হয়নি। অধ্যক্ষ গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে সভাপতি করেছেন। তাই অবৈধ ওই কমিটি বাতিলের দাবি তুলেছে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই কমিটি বাতিল চাই। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘সরকারি বিধি-বিধান মোতাবেক এডহক কমিটি সাবমিট করেছি। পরে কমিটি অনুমোদন হয়ে আসছে। কমিটির ব্যাপারে জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্ট সকলেই অবগত। এখন নজরুল মুন্সির মনোনীত লোক হতে পারেনি বিধায় এই ক্ষোভ।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা