যুবদল নেতা ছিনতাই
মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২২:২০ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৩ পিএম
যুবদল নেতা তরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীরকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এদিকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান গতকাল শনিবার রাতে জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ওসিকে প্রত্যাহার করে নিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার।
এদিকে শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে শনিবার রাত সোয়া ৯টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই দিন তরিকুলকে ছিনিয়ে নেওয়ার মামলায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- যুবদল নেতা শুভ পাঠান, সিয়াম পাঠান ও হিমেল।
তরিকুলসহ চারজনকে শ্রীনগরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, রাতে তরিকুলকে পুলিশ শ্রীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে। ছিনিয়ে নেওয়ার মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।