× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেল টিকিট কালোবাজারি

টিকিট সংগ্রহে ডিভাইস ব্যবহার করত তারা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২১:১২ পিএম

টিকিট সংগ্রহে ডিভাইস ব্যবহার করত তারা

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের একাধিক টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। পুলিশের দাবি, টিকিট সংগ্রহ করতে ডিভাইস ব্যবহার করত তারা।

গত শুক্রবার রাতে রেলওয়ে জংশনের ১নং প্ল্যাটফর্মে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের তল্লাশি করে বিভিন্ন রুটের ২৪ আসনবিশিষ্ট ৭টি টিকিট পাওয়া যায়। শনিবার (১১ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেনÑ পৌর শহরের জগন্নাথপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে তুহিন মিয়া ও একই এলাকার মজনু মিয়ার ছেলে জয়নাল মিয়া। ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১নং প্ল্যাটফর্ম থেকে তুহিন ও জয়নালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৪ আসনের ৭ টিকিট উদ্ধার করে জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ স্টেশন এলাকায় টিকিট কালোবাজারি করে আসছিলেন।

তিনি আরও বলেন, আটক  একজনের ব্যবহৃত মোবাইল তল্লাশি করে দেখা গেছে, তারা মোবাইলে ডিভাইস ব্যবহার করে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ ও বিক্রয় করতেন। তুহিনের নামে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনা আটকদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা