× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানা থেকে যুবদল সদস্যকে ছিনতাই, প্রতিবাদে বৈষম্যবিরোধীদের সড়ক অবরোধ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২০:১৩ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২০:৩৩ পিএম

শনিবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। প্রবা ফটো

শনিবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। প্রবা ফটো

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে সড়ক ব্লকেড (অবরোধ) কর্মসূচী পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর টোল প্লাজা এলাকায় এ কর্মসূচী পালন করেন তারা।

শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচীতে মূল এক্সপ্রেসওয়ের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহনসেবা চলাচলের সুযোগ করে দেন আন্দোলনকারীরা। পরে ঘটনায় জড়িতদের দুই ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনার দাবির পরিপ্রেক্ষিতে পুলিশের আশ্বাস পেয়ে রাস্তা ছেড়ে দেন তারা।

আন্দোলনকারীরা জানান, সুশাসন প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন হয়েছে। তবে আন্দোলনের পরও থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের ন্যক্কারজনক ঘটনা মানা যায় না। এমন হলে যে কেউ থানা থেকে আসামিকে ছিনিয়ে নেবে। বিশৃঙ্খলা তৈরি করবে। তাই এর প্রতিবাদে আমরা বৈষম্যবিরোধী ছাত্ররা সড়ক ব্লকেড (অবরোধ) করি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান জানান, শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। তাদের দাবি আমরা শুনেছি। ছিনিয়ে নেওয়া আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে তারা রাস্তা ছেড়ে দেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউয়ুম উদ্দিন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন মৃধা ও বিএনপির অঙ্গসংগঠনের ৩১ নেতাকর্মীসহ অন্তত দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করা হয়েছে। এ মামলায় বাদী হয়েছেন শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর মারামারির ঘটনায় তরিকুলের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি মামলা হয়। এ মামলায় শুক্রবার (১০ জানুয়ারি)  সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা থানায় এসে আসামিকে ছেড়ে দেওয়ার চাপ দেন। পুলিশ আসামি ছাড়তে রাজি না হওয়ায় শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে জিয়ার সৈনিক এক হও, লড়াই করোস্লোগান দিয়ে থানায় ঢুকে তরিকুলকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। এ সময় বাধা দিলে পুলিশের উপর চড়াও হন তারা। এতে পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা