× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফের সীমান্ত বাণিজ্য সচলে সরকার বদ্ধপরিকর : শ্রম সচিব

কক্সবাজার অফিস

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম

টেকনাফের সীমান্ত বাণিজ্য সচলে সরকার বদ্ধপরিকর : শ্রম সচিব

কক্সবাজারের টেকনাফের সীমান্ত বাণিজ্য সচলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচএম শফিকুজ্জামান। তিনি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের প্রভাবে টেকনাফ স্থলবন্দর অচল হয়ে পড়েছে।

মিয়ানমারের যুদ্ধ দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। আশা করা যায়, স্থলবন্দরের অন্ধকার কেটে যাবে। দ্রুতই আলোর মুখ দেখা যাবে। কারণ দুই দেশে পণ্যের চাহিদা থাকায় আবারও সীমান্ত বাণিজ্য পুরোদমে চালু হবে। সরকার এ ব্যাপারে বসে না থেকে কাজ চালিয়ে যাচ্ছে। 

শনিবার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে সচিব এইচএম শফিকুজ্জামান শ্রম আইন অধিকারের বিষয় নিয়ে স্থলবন্দরের শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। 

এতে উপস্থিত ছিলেনÑ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন, যুগ্ম সচিব মাসুকুর রহমান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন, বন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন, ম্যানেজার আনোয়ার হোসেন, আমদানিকারক এনামুল হাসান, শ্রমিক নেতা আলী আজগর মাঝি প্রমুখ।

শ্রমিকদের উদ্দেশে এইচএম শফিকুজ্জামান বলেন, ‘এখানে অনেক সমস্যা আছে। তার মধ্যে পরিবহন খাত অন্যতম। এখন পথে পথে চাঁদাবাজি। স্থানীয় পর্যায়েও চাঁদাবাজি। এসব বন্ধের সময় এসেছে। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে । কেননা সরকার পতনের আগে এক সরকার ছিল, এখন নতুন এক বাংলাদেশ। দেশে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই সব বৈষম্য দূর হোক। এটার কারণে আমি এখানে এসেছি। এই স্থলবন্দরে কোনোভাবেই যাতে শ্রম আইন লঙ্ঘন না হয়Ñ তার দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’ 

তিনি বলেন, ‘শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার পায়, তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে, স্থলবন্দরে কাজ করতে গিয়ে অনেক সময় শ্রমিকরা হতাহতের শিকার হয়। আমরা তাদের সহায়তা করতে চাই। সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। এগুলো ফলো করতে হবে। বন্দরে বাংলাদেশি শ্রমিকদের আগে অগ্রাধিকার দিতে হবে। এদের সবার একটা ডেটাবেজ করা হবে।’

শ্রম সচিব আরও বলেন, ‘বাণিজ্য বন্ধ রাখা উচিত নয়। প্রথমে দরকার মিয়ানমারের শান্তি। সেটি হলে সীমান্ত আগের রূপে ফিরে আসবে। মিয়ানমারে আমাদের জন্য বিকল্প বাণিজ্যের পথ খুঁলে যাওয়া উচিত বলে আমি বিশ্বাস করি।’ 

শ্রমিক নেতা আলী আজগর মাঝি বলেন, ‘স্থলবন্দরে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি। বিশেষ করে, স্বাস্থ্যসেবাসহ দুর্ঘটনার শিকার শ্রমিকদের সহায়তা না পাওয়ার প্রসঙ্গটি বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রম অধিকার আইন যেন লঙ্ঘন না হয়, সেদিকটির প্রতি সবার সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা