× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে জেল খেটে দেশে ফিরেছে ১২ বাংলাদেশি

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ২০:০১ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম

ভারতে জেল খেটে দেশে ফিরেছে ১২ বাংলাদেশি

অবৈধ পথে দুই বছর আগে ভারত গিয়ে বরণ করতে হয় জেলজীবন। সেই জেলজীবন শেষ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ১২ বাংলাদেশি।

ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তারা ভারতে গিয়েছিল। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। 

দেশে ফিরে আসা বাংলাদেশিরা হলেনÑ আশিকুর রহমান, সুমন সরকার, ওমর ফারুক, মিজান শেখ, রিয়াজুল ইসলাম, বেলাল মোল্লা, সাগারি ফকির, রবিউল হাওলাদার, মোকসেদ হাওলাদার, রুবেল গাজী, খালিদ হোসেন ও রেজিনা খাতুন।

ভারত থেকে জেল খেটে আসা এসব পুরুষ-নারীর বাড়ি হলোÑ গাজীপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘১২ বাংলাদেশিকে রাত ৯টার দিকে নোমান্সল্যান্ডে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় নেওয়া হয়। সেখান থেকে আজ (শনিবার) সকালে রাইটস যশোর নামে একটি এনজিও তাদের বুঝে নেয়।’

এ বিষয়ে রাইটস যশোরের সাইকোসোশ্যাল কাউন্সিলর মামুন জানান, তারা ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যান। সেখানে বিভিন্ন জায়গায় কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন। পরে দুই দেশের দূতাবাসের সহযোগিতায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গত শুক্রবার রাতে তারা দেশে ফিরেছেন। ১২ বাংলাদেশিকে গতকাল শনিবার সকালে তাদের কাছে হস্তান্তর করেছে পোর্ট থানা পুলিশ। তাদের রাইটসের শেল্টার হোমে রেখে পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা