× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলতে থাকে। পরে সেনা মোতায়েনের পর পরিস্থিতি শান্ত হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ৯ শতাংশ বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে সিইপিজেডের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনের মুখে অনেক কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছে। অনেকে এখনো আন্দোলম করছেন। সকাল ৯টার দিকে যখন আন্দোলনে নামেন শ্রমিকরা তখন হঠাৎ মডিস্ট, জেএমএস এবং মেরিমো কারখানার শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। একপক্ষ আরেকপক্ষকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতরা বেপজা হাসপাতাল ও চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে চলেও গেছেন।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সর্দার মনির হোসের, জানিয়েছেন এখন পর্যন্ত চমেকে ৬ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, কারখানার মূল গেট খোলা নিয়ে এক কারখানার শ্রমিকের সাথে আরেক কারখানার শ্রমিকের কথাকাটাকাটি হয়। এরপরই তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় একপক্ষ আরেকপক্ষকে ঢিল ছুঁড়তে থাকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা