পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১১:৫৬ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১২:৩০ পিএম
সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কাটছে না পঞ্চগড়ে। প্রবা ফটো
উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আর সকাল ৯টায় তা কমে হয় ৮৬ শতাংশ।
তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমতে থাকে। তবে হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে মানুষজন। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হয়। পরে সূর্যের দেখা মিললেও শীতের ঠান্ডা এখনও কাটেনি। কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। জেলায় সরকারি ও বেসরকারিভাবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
সদর উপজেলার আমিনুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে আমাদের খুব কষ্ট হচ্ছে। হাত-পা যেন কোঁকড়া হয়ে যাচ্ছে।’
আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘পঞ্চগড়ের ওপর দিয়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন এ ধরণের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।’