× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসে সাত রোহিঙ্গা শরণার্থী আটক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ০৯:৫০ এএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১০:৪৮ এএম

কক্সবাজার থেকে চট্টগ্রামের করেরহাটের একটি ইটভাটায় কাজ করতে আসার পথে সাত রোহিঙ্গা শরণার্থী আটক। প্রবা ফটো

কক্সবাজার থেকে চট্টগ্রামের করেরহাটের একটি ইটভাটায় কাজ করতে আসার পথে সাত রোহিঙ্গা শরণার্থী আটক। প্রবা ফটো

কক্সবাজার থেকে চট্টগ্রামের করেরহাটের একটি ইটভাটায় কাজ করতে আসার পথে সাত রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস থেকে ফেনীর কয়েক যুবক তাদের আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।

আটক রোহিঙ্গারা হলেন ইউনুছ মিয়া (৫০), মো. রশীদ আহমেদ (৪৫), ওমর ফারুক (৩০), সৈয়দ নুর (৩৫), শহীদুল আমিন (২২), রবিউল আলম (১৯) ও মোহাম্মদ হোসেন (৭)। তারা সবাই কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার কক্সবাজার থেকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার একটি ইটভাটার উদ্দেশে স্টার লাইন পরিবহনের বাসে ওঠেন সাত রোহিঙ্গা শরণার্থী। পথে তাদের কথাবার্তায় ওই গাড়িতে থাকা যুবকদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথাবার্তার একপর্যায়ে চলন্ত বাসে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে যুবকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে যাত্রীদের অনুরোধে স্টার লাইন পরিবহনের চালক ওই রোহিঙ্গা শরণার্থীদের মিরসরাইয়ের বারইয়ার হাট এলাকায় না নামিয়ে ফেনীর মহিপাল সেনাবাহিনীর ক্যাম্পের সামনে নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর সদস্যদের হাতে ওই সাত রোহিঙ্গা নাগরিককে সোপর্দ করেন যুবকরা।

ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক রোহিঙ্গা শরণার্থীরা মিরসরাই উপজেলার করেরহাট ইটভাটায় কাজ করার জন্য যাচ্ছিলেন। তাদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করার পর ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা