× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জঙ্গি ও মাদক মামলার আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২৩:৪০ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২৩:৪৩ পিএম

ভারত থেকে ফেরত পাঠানো কয়েকজন বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ভারত থেকে ফেরত পাঠানো কয়েকজন বাংলাদেশি। ছবি: সংগৃহীত

জঙ্গি, সন্ত্রাস ও মাদক মামলার আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে ট্রাভেল পারমিটে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

ফেরত পাঠানো এই ১২ জনের মধ্যে তিন জন পলাতক আসামি এবং ৯ জন অবৈধ অনুপ্রবেশকারী নারী ও পুরুষ।

ফেরত তিন আসামিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছ থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ গ্রহণ করে। আর ভালো কাজের সন্ধানে যাওয়া নয় অবৈধ অনুপ্রবেশকারীকে আইনি সহায়তা দিতে জিম্মায় নেয় রাইটস যশোর নামক এনজিও সংস্থা।

ফেরত আসা আসামিরা হলেন, খুলনা পাইকগাছার কাশিম নগরেরর মোসলেম সর্দারের ছেলে রিয়াজুল ইসলাম, নরসিংদীর রায়পুরা এলাকার আয়নাল হক খন্দকারের ছেলে ওমর ফারুক ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানার রমজান আলীর ছেলে সুমন সরকার।

পলাতক তিন আসামির মধ্যে সন্ত্রাস মামলার দুই আসামি রিয়াজুল ইসলাম ও ওমর ফারুক। নরসিংদীর রায়পুর থানায় তাদের বিরুদ্ধে পুলিশকে মেরে আসামি ছিনতাইয়ের অভিযোগে ২০২২ সালে ডিএমপি কোতোয়ালি থানায় মামলা হয়েছিল। অপর জন মাদক মামলার পলাতক আসামি মামুন ওরফে সুমন সরকার। তার বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে গাজিপুর টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা ছিল।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক রাসেদুজ্জামান গণমাধ্যমকে জানান, ফেরত আসা আসামিরা গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে অবস্থান নেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসন্ধানে বাংলাদেশ সরকার ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয়। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাদেরকে ফেরত আনা হয়। ফেরত আসা আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হয় এবং অন্যান্য ৯ অনুপ্রবেশকারীকে রাইটস যশোর এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা