× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০০ কেজির পাখি মাছ জেলের জালে

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২১:৩০ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২১:৩৪ পিএম

২০০ কেজির পাখি মাছ জেলের জালে

কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০০ কেজি ওজনের এক পাখি মাছ। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে মাছটি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ফিশারিতে বিক্রির জন্য নেওয়া হয়।

এ সময় বিশাল আকারের মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামে এক মাছ ব্যবসায়ী মাছটি ২০ হাজার টাকায় কিনে নেন। 

এর আগে গত মঙ্গলবার ৯ জেলেসহ মোহাম্মদ রফিক নামের এক ব্যক্তি একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে মাছটি ধরা পড়ে। 

ট্রলারের মাঝি ফারুক বলেন, আমরা ৯ জন জেলে একটি ট্রলার নিয়ে সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেলি। এ সময় জালে বিশাল এক পাখি মাছ ধরা পড়ে। মাছটির ওজন অনেক বেশি হওয়ায় জাল থেকে ট্রলারে তুলতে খুব বেগ পেতে হয়েছে। মাছটির ওজন প্রায় পাঁচ মণ। 

শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ট্রলারমালিক মোহাম্মদ রফিক বলেন, বিশাল আকৃতির পাখি মাছটি জালে ধরা পড়েছেÑ খবর শুনে অনেক আনন্দ উল্লাস করেছি। কিন্তু মাছটি ঘাটের ফিশারিতে এনে দেখি তাতে পচন ধরেছে। তিনি বলেন, ৮০ থেকে ৯০ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারতাম। দুর্ভাগ্য মাছটি ২০ হাজার টাকায় স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করতে হয়েছে। 

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘গভীর সাগরে চলাচলকারী দ্রুতগতির মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। মাছটি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এ প্রাচুর্য বেশি নয়। আশা করছি, আরও বড় বড় আকারের মাছ জেলেরা শিকার করতে পারবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা