কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২১:০৮ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২১:১৯ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজভীর হোসেন শিহান দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পাশে এ মানববন্ধন করা হয়।
মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা পরিবারের আয়োজনে, স্কাউট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী মুফতারী আক্তার চামেলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেনÑ মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাহারুল ইসলাম, শিক্ষক সুশান্ত কুমার দাস, ম্যানেজিং কমিটির সদস্য মুকুল ফকির, নিহত তাজভীর হোসেন শিহানের মাতা, শিক্ষিকা শিরিন জামান প্রমুখ।
এ সময় নিহত তাজভীর হোসেন শিহানের মাতা শিরিন জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে তাজভীর হোসেন শিহানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে শিহানের মতো আরও অনেক শিহানের নিথর দেহ মহাসড়কের পাশে পড়ে থাকবে।
এ সময় শিরিন জামান পুলিশের কার্যক্রমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশকে আরও গুরুত্ব দিয়ে জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, অন্যথায় সামনে আরও কঠিন কর্মসূচির ডাক দেওয়া হবে।
উল্লেখ্য গত ১২ ডিসেম্বর ভোর সোয়া ৫টায় উপজেলা জামতলা এলাকার বাসিন্দা তাজভীর হোসেন শিহান কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। চার ঘণ্টা শিহানের লাশ মৌচাক পুলিশ ফাঁড়ির ১০০ গজ পশ্চিমে মহাসড়কের পাশে পড়ে থাকার পর কালিয়াকৈর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।