× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০০৬ থেকে ২৪ আমরা একটি কালো অধ্যায় পার করেছি : গোলাম পরওয়ার

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২১:০৭ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২১:১৮ পিএম

২০০৬ থেকে ২৪ আমরা একটি কালো অধ্যায় পার করেছি : গোলাম পরওয়ার

‘২০০৬ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আমরা একটি কালো অধ্যায় পার করেছি। এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ ও জাতিসত্ত্বা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল।’

শুক্রবার (১০ জানুয়ারি) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার কর্মিসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে অর্থনীতিতে চলেছিল লুটপাট। জুডিসিয়ারি বিচার অঙ্গনে কোনো ন্যায়বিচার ছিল না। শেখ হাসিনার এবং আওয়ামী পরিবার সিন্ডিকেট করে ব্যবসা-বাণিজ্য তছনছ করে দিয়েছিল। কত মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কারাবরণ করেছে। কত শিশু, বৃদ্ধ, মা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করেছে। অত্যাচারীর হাত থেকে এ জনপদকে রক্ষার জন্য দোয়া করেছে। আমরা পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচার ও ফ্যাসিস্টের বিদায় দেখেছি। কিন্তু এইভাবে জনতার রুদ্র রুশে কাউকে পালিয়ে যেতে দেখিনি।

গাজীপুর জেলা শাখার আমির ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মিসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্ৰীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী, মজলিশে শুরা সদস্য মো. আবুল হাশেম খান, গাজীপুর মহানগর শাখার আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিন, সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকীমসহ জেলা উপজেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ ছাড়া জুলাই-আগস্ট আন্দোলনে আহত পোশাককর্মী মুকুল কুমার দত্তও বক্তব্য দেন।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে গাজীপুর জেলা জামায়াতের কর্মিসম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা এখন দেশ গড়তে চাই, একটি অবাধ-নিরপেক্ষ পার্টিসিপেটরি, একটি ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ গড়তে চাই। 

গাজীপুর জেলা জামায়েত ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেনÑ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মো. সামিউল হক ফরুকী এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা