ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৭:৫৯ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১৮:৩২ পিএম
শিমুলকান্দি বাজারে এ আগুনের ঘটনা ঘটে। প্রবা ফটো
কিশোরগঞ্জের ভৈরবে বেকারিসহ চারটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুছা ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আগুন দ্রুত সময়ে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সাহায্যে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করেছে। তবে গ্রামাঞ্চল ও কুয়াশাচ্ছন্ন এলাকার সরু রাস্তা দিয়ে যেতে কিছুটা দেরি হয়। এছাড়া পানি খুঁজে পেতেও দেরি হয়েছিল।’
বেকারি মালিক আল আমিন বলেন, ‘আমার ৩০ জন কর্মচারী রয়েছে। রাতে আগুনের সংবাদ পেয়ে ছুটে আসি। আগুনের তীব্রতায় বেকারিতে থাকা কর্মচারীরা তাদের কাপড়চোপড়, এমনকি ব্যবহৃত মোবাইলও আনতে পারেনি। আমার ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। সরকারি সহযোগিতা ছাড়া এ ব্যবসা আর করতে পারব না।’
চা দোকানি হানিফ মিয়া বলেন, ‘ধার-দেনা করে চা-দোকান চালিয়ে ব্যবসা করছিলামা। আগুন লাগার পর ঠিক সময়ে ফায়ার সার্ভিস আসলে আমার দোকানটি বেঁচে যেত।’
কীটনাশক দোকানের মালিকের চাচা মেরালি মিয়া বলেন, ‘আমার ভাতিজার পাঁচ লাখ টাকার কীটনাশক মালামাল পুঁড়ে গেছে। এখন ঘরে বসে সে কান্নাকাটি করছে।’
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুছা ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেকারির লাকড়ি শুকানোর জন্য বাড়তি তাপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগুনে আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হতে পারে।’