× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় সর্বস্ব লুটে নেওয়া অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২০:৫৯ পিএম

অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার। প্রবা ফটো

অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার। প্রবা ফটো

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে সর্বস্ব লুটে নেওয়া অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক মলম তৈরির বিভিন্ন সরঞ্জাম ও দুটি বই উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন।

এর আগে গত বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনÑ মানিকগঞ্জের ঘিওর থানার আব্দুর রাজ্জাক, মাসুম ওরফে ফারুক চৌধুরী, মো. শাহাদাত, গাজীপুরের দেলোয়ার হোসেন ও হবিগঞ্জের চুনারুঘাটের কাউছার মিয়া। এ সময় তাদের কাছ থেকে ১০ পোঁটলা হালুয়া, মলম বানানোর বিভিন্ন সরঞ্জামাদি ও ক্যানভাসিং করার দুটি বই উদ্ধার করা হয়। 

ডিবি পুলিশ কর্মকর্তা মো. জালাল উদ্দীন বলেন, বিভিন্ন সময়ে মহাসড়কে যাত্রীদের চেতনানাশক দ্রব্য ব্যবহার করে লুটপাট করেন অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই নিঃস্ব হয়েছেন। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে গোয়ান্দা তৎপরতা চালায় ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করিয়ে ও চোখে মলম লাগিয়ে অজ্ঞান করে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার মতো অপরাধ করে আসছিল। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও কারা জড়িত আছে, সে বিষয়ে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা