চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৩:০৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১৩:১৬ পিএম
খড়কুটার আগুনে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্ত মানুষেরা। প্রবা ফটো
মৃদ্যু শৈত্যপ্রবাহের সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় তীব্র শীতে কাঁপছে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এর আগে ভোর ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এভাবে তাপমাত্রার পারদ কমছেই।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, তীব্র শীতে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকালে সুর্য ওঠছে, একটু রোদের উত্তাপও ছড়াচ্ছে। তবে উত্তরের বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। কাবু করছে সাধারণ মানুষ ও প্রাণিকুলকে। অনেকেই খড়কুটার আগুনে শীত নিবারণের চেষ্টা করছে। গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ।
এদিকে জেলা প্রশাসন, বিভিন্ন সংস্থা শীতবস্ত্র বিতরণ করছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘চলতি জানুয়ারি মাসজুড়ে তাপমাত্রা এ রকম থাকতে পারে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাবে।’