× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ অনুপ্রবেশের দায়ে পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে আটক ১

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১১:৫৯ এএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১২:৫৩ পিএম

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক একজন। প্রবা ফটো

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক একজন। প্রবা ফটো

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফাইম সাইদ আহমেদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার আমতলী বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪২২-এর ১০ নম্বর সাব পিলার এলাকার ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি।

এ সময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি টাকা, মার্কিন ডলার, চায়না ইউয়ান, ভারতীয় রুপিসহ ৫৫ হাজার ৮৮৮ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

ফাইম সাইদের বাড়ি ঢাকার রায়েরবাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকায়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের আমতলী দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ফাইম সাইদ। বিজিবির টহল দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ করলেও কোনো উত্তর দেননি ওই ব্যক্তি। এ সময় তার ব্যাগে বাংলাদেশি ৩ হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩টি ১০০ ডলারের নোট, ৪ হাজার ৭২০ ভারতীয় রুপির বিভিন্ন নোট, ৩৪৫ চায়না ইউয়ান জব্দ করা হয়; যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার ৮৮৮ টাকা। এ ছাড়া ওই ব্যক্তির সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে আসা ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। আমাদের টহল দল তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে বিজিবি সব সময় তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, চোরাচালান, মাদক পাচার ঠেকাতে বিজিবি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা