কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২৩:২৫ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকতের কিনারে খুলনার এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে কাছে এ ঘটনা ঘটে।
নিহতের পকেটে থাকা এনআইডি অনুযায়ী তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। গোলাম রব্বানী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্টের সরকার পতনের পর তিনি এলাকা থেকে পলাতক রয়েছেন।
এ সব তথ্য জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে এই ব্যক্তিকে গুলি করে। মাথার এক পাশে দিয়ে গুলি অন্য পাশে চলে যায়। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।