রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২২:৪৭ পিএম
রাজবাড়ীতে বিশেষ অভিযানে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। অভিযানে সাদ্দাম হোসেন (৩০) নামের এক অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে গেলেও তার গুদামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়। মাদক সরবরাহের জন্য সাদ্দাম হোসেন মোটরসাইকেলে করে গোধূলি পার্কের পাশে পাকা রাস্তায় আসেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম দ্রুত পালিয়ে যান।
পরে পুলিশ সাদ্দামের পিছু নিয়ে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় তার পাইপের গুদামে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অভিযানে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ একযোগে কাজ করেছে। অস্ত্র ও আলামত উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।