× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুস্থ অসহায়রা পেলেন মনি ফাউন্ডেশনের অটোরিকশা-কম্বল

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:৩৪ পিএম

বরগুনার পাথরঘাটায় নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের অটোরিকশা পেয়ে উচ্ছ্বসিত দুস্থ রিকশাচালকরা। বৃহস্পতিবার উপজেলার নাচনাপাড়া গ্রামের 	-প্রবা ফটো

বরগুনার পাথরঘাটায় নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের অটোরিকশা পেয়ে উচ্ছ্বসিত দুস্থ রিকশাচালকরা। বৃহস্পতিবার উপজেলার নাচনাপাড়া গ্রামের -প্রবা ফটো

বরগুনার পাথরঘাটায় নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ২০০ ব্যাটারিচালিত অটোরিকশা ও ২ হাজার ৫০০ পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলার নাচনাপাড়া গ্রামে এই অটোরিকশা ও কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অটোরিকশা অনুদান পেয়ে বামনার ছালাম বলেন, আগে ভাড়া গাড়ি চালাতাম, দৈনিক ৩০০ টাকা গাড়ি মালিককে দিতে হতো। তার পর যা থাকত তা দিয়ে সংসার চলত না। এখন নিজের গাড়ি হয়েছে, যা আয় হবে তা দিয়ে সংসার চলে যাবে।

নাচনাপাড়া গ্রামের তৈয়ব আলী বলেন, শরীরে শক্তি নাই, পায়ের রিকশা চালাইতে পারি না। এখন মনি ভাই একটা অটোরিকশা দিছে, এহন খাইয়া পইড়া বাঁচতে পারমু। নাচনাপাড়া গ্রামের লতিফ বলেন, আগে ভ্যান গাড়ি চালাতাম। অভাবের সংসারে ভ্যান গাড়িটা বিক্রি করেছি। তারপর মানুষের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছি। নূরুল ইসলাম মনি ফাউন্ডেশন অটোরিকশা দিয়েছে। এখন আর সংসার চালাতে কষ্ট হবে না।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক এমপি নূরুল ইসলাম মনি বলেন, ব্যক্তিগত তহবিল থেকে এই ফাউন্ডেশনের সব জনকল্যামুখী কার্যক্রমগুলো পরিচালনা হয়। মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, দেশের সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে। আমলাদের দিয়ে দেশ সংস্কার করলে তা জনকল্যাণমুখী হবে না। জনকল্যাণ মুখী ও টেকসই সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ সংস্কার করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা