শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:৩১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:৩৪ পিএম
গাজীপুর সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক ফখরুল সরকারের ওপর হামলা ও মারধরের প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবি করেছে সদর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক। পরে তারা বাঘের বাজার এলাকার সাফারি পার্ক সড়কে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বলেন, দলের দুর্দিনে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন তাদের ওপর হামলা করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ১৭ বছর ধরে ফ্যাসিবাদের যেসব দোষর লুটপাট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা আমাদের চারপাশে এখনও আছে এবং ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের দোষররা আমাদের দলের কারও কারও ওপর ভর করে নিবেদিত নেতাকর্মীদের ওপর হামলা করছে। বিভিন্ন ধরনের অন্যায়-অত্যাচার করে স্থানীয় বিএনপির ভাবমূর্তি নষ্ট করাসহ দলের নেতাকর্মীদের মাঝে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত তারা সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছে। ইতঃপূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে। তারই ধারাবাহিকতায় দলের নিবেদিত কর্মী ফখরুলের ওপর হামলা করে তাকে আহত করেছে। সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে পরিকল্পিত এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে বিচার চাই।