রংপুর অফিস
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:৩০ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ২২:৩৮ পিএম
রংপুরে তথ্য মেলায় লিফলেটে শেখ হাসিনার বাণী প্রচারের ঘটনায় দুই কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর মধ্যে গত ২৬ ডিসেম্বর জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায়, ৫ জানুয়ারি জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ে বদলি এবং ২৯ ডিসেম্বর জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ সালাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে মৎস্য অধিদপ্তরে জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) হিসেবে পদায়ন করেছে সংশ্লিষ্ট দপ্তর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্য মেলায় শেখ হাসিনার বাণী প্রচারের বিষয়টি জানতে পেরে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়। এর প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও সনাক আয়োজিত তথ্য মেলায় কয়েকটি স্টলে শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট পাওয়া যায়। এ নিয়ে তাৎক্ষণিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেটগুলো তুলে নেওয়াসহ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।