× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে আধিপত্য বিস্তারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭ পিএম

শ্রীপুরে আধিপত্য বিস্তারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের নলখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নলখোলা গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী ও একই গ্রামের বিএনপি নেতা আব্দুর রশিদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনুস গ্রুপের সজল শেখ (৩০), পান্নু, মোস্তফা (৪৫), আজমল (৫৫), কালাম (৪২) এবং রশিদ গ্রুপের রশিদ (৫০), মান্নান বিশ্বাস (৫০), জাহানার বেগম (৪৬) সহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা