× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলনগরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ৪ ডাকাত গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:০৩ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:১৩ পিএম

আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ চার ডাকাত গ্রেপ্তার। প্রবা ফটো

আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ চার ডাকাত গ্রেপ্তার। প্রবা ফটো

লক্ষ্মীপুর কমলনগরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরলরেন্স ও তোরাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চরপাগলা এলাকার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহীন আলম, চরলরেন্স এলাকার মো. জীবন ও এলাকার সফিক উল্যার ছেলে মো. সোহেল এবং নরসিংদীর মাধবদী উপজেলার মো. শাহীন। বৈবাহিক সূত্রে দীর্ঘদিন ধরে শাহীন কমলনগর উপজেলার চরলরেন্স এলাকায় বসবাস করছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ ডিসেম্বর রাতে উপজেলার চরলরেন্স এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাসায় সশস্ত্র ডাকাতি হয়। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুটে নেওয়া হয়। এ ঘটনায় আনোয়ারের স্ত্রী শাহিনুর আক্তার পরদিন আদালতে একটি মামলা করেন। এরপর পুলিশ লুণ্ঠিত মোবাইল ফোনের আইএমই নম্বরের সূত্র ধরে ডাকাতদের ধরতে চেষ্টা শুরু করেন। এর প্রেক্ষিতে পুলিশ বুধবার রাতে চরলরেন্স বাজার থেকে সোহেলকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে ডাকাত দলের অপর তিন সদস্যকে গ্রেপ্তারসহ লুণ্ঠিত মোবাইল ফোন দুইটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, ‘গ্রেপ্তার শাহীন আলম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।’

তিনি  আরও বলেন, ‘গ্রেপ্তাররা ডাকাতির ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা