× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত: পরিবারে শোকের ছায়া

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫১ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:২২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে সাভারের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন (৫০), তার স্ত্রী মহসিনা আক্তার (৩৫), ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ (১৫) এবং শ্যালিকা সীমা আক্তার (৪০)।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাইমিন ইসলাম দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় নেওয়ার পথে সাভারে একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চার আরোহী নিহত হন। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। যাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসী এবং সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেনের মৃত্যুতে তার সহকর্মীরা গভীর শোক জানিয়েছেন।

এলাকাবাসী এ দুর্ঘটনার জন্য বাসের চালক ও মালিকের শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে পৌঁছানো হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বৃহস্পতিবার বিকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা