ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৪:২৩ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৪:২৪ পিএম
দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকটি। প্রবা ফটো
ঢাকার ধামরাইয়ে স্কুল-বই বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় অজ্ঞাত এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। আহতের নাম আনোয়ার (৩৫)। তার বিস্তারিত পরিচয়ও জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্কুল-বই বহনকারী ট্রাকটি ধামরাই থানা রোড এলাকায় এসে ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত আনোয়ারকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। নিহত ওই ট্রাকচালকের মরদেহ সাভার হাইওয়ে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় ফুটওভার ব্রিজটিও ক্ষতিগ্রস্ত হয়।