নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২৩:২৩ পিএম
বরিশালে বিএনপির দুই নেতার বাসায় হামলা-ভাঙচুর। প্রবা ফটো
বরিশাল নগরীতে মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় হামলা ও ভাঙচুর করেছে মুখোশধারীরা। পৃথক হামলার ঘটনায় কেউ আহত হয়নি। বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ৩০-৪০ দুর্বৃত্ত এই ঘটনা ঘটায়।
মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী সাবেক যুগ্ম সৈয়দ আকবর জানান, চাপাতি, ৩০-৪ টি মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত দুর্বৃত্তরা রামদা ও হকিষ্টিক নিয়ে তার বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে গেছে। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। আলাপ আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় সিদ্বান্ত নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন, নাজিরের পোল থেকে ১২ মোটরসাইকেলে হেলমেট ও মানকিটুপি পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটুর খান ভিলা নামের বাসায় হামলা করে। তারা বাসার গেট ও ভিতরে প্রবেশ করে দুইটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। এ সময় আরো দুইটি থ্রি-হুইলারে অজ্ঞাত যুবকরা এসে তাদের সঙ্গে যোগ দেয়। সবাই বিএনপি নেতা লিটুর নাম ধরে গালাগালি করে।
ভুক্তভোগী আরেক বিএনপি নেতা জহিরুল ইসলাম লিটু বলেন, হামলার সময় তার বাসায় থাকায় স্ত্রী ও দুই সন্তান আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হামলার খবরে দুই নেতার বাসায় ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, কেএম শহীদুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, বিএনপির মহানগরের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক তারিন, এ্যাডভোকেট সরোয়ার হোসেনসহ নেতারা।
বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, কাপুরুষের মতো হামলা করা হয়েছে। কারা করেছে এটা এখনও নিশ্চিত হয়নি। দলের কোনো লোক যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে নালিশ জানানো হবে। আপাতত দুই নেতাই থানায় অভিযোগ দিবেন।
ওসি নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে নিশ্চিত করে কারো নাম বলতে পারেনি ভুক্তভোগীরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।