× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে বিএনপি

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী দিয়েছে বিএনপি। প্রবা ফটো

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী দিয়েছে বিএনপি। প্রবা ফটো

ফেনী পৌরসভার উত্তর সহদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী দিয়েছে বিএনপি। বুধবার (৮ জানুয়ারি) বিকালে পৌর বিএনপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে এসব উপহার হিসেবে বিতরণ করা হয়।

এদিকে স্থানীয়রা জানায়, আগুনের ভয়াবহতা দেখে পাশের কলোনীর মনোয়ারা খাতুন রুমা নামে এক নারীর স্ট্রোকে মৃত্যু ঘটে। অনুষ্ঠানে শেষে তার পরিবারের নিকট নগদ অর্থ সহায়তা প্রদান করে পৌর বিএনপি।

পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। বিএনপি সব সময় সমাজের অবহেলিত, বঞ্চিত, নিগৃহীত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।’

তিনি আরও বলেন, ‘এ ওয়ার্ডটি সবচেয়ে অনুন্নত ও অবহেলিত। বিগত সময়ে এখানকার আওয়ামী লীগ সাধারণ মানুষকে নানাভাবে ব্যবহার করেছে। এলাকার উন্নয়ন করেনি। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা এ এলাকার উন্নয়নে কাজ করব।’

এ সময় পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মুরাদ ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকায় কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা